জুলাই আন্দোলন স্মরণে আজ শুক্রবার (১৮ জুলাই) মোবাইল ফোন ব্যবহারকারীদের ১ জিবি করে ফ্রি ইন্টারনেট দেবে মোবাইল ফোন অপারেটররা। এ ডেটার মেয়াদ হবে পাঁচ দিন। এর আগে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গ্রামীণফোন গ্রাহকরা 121*1807#, রবি ও এয়ারটেল *4*1807#, বাংলালিংক *121*1807# এবং টেলিটক গ্রাহকরা *111*1807# ডায়াল করে এ অফার নিতে পারবেন। এ জন্য কোনও টাকা কাটা হবে না।
গত ৯ জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অপারেটরদের এ নির্দেশনা দিয়েছে। জনসাধারণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে এবং ডিজিটাল স্বাধীনতা প্রচারের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।মোবাইল ফোন অপারেটরদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের আগাম জানানোর নির্দেশনা দিয়েছে বিটিআরসি। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।
পাঁচ দিনের মাথায় ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। পরে চালু হয় মোবাইল ফোন ইন্টারনেট।
0 Comments