Header Ads Widget

Advertisement

চৌদ্দগ্রামে মোবাইল কোর্ট অভিযান ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায়

গুণবতী বাজারে মোবাইল কোর্ট অভিযান, রেস্টুরেন্টসহ ৭ প্রতিষ্ঠানে জরিমানা
চৌদ্দগ্রাম, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজার এলাকায় স্বাস্থ্যঝুঁকি ও ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় চৌদ্দগ্রাম থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে "হাসু সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট" এর রান্নাঘর ও ফ্রিজ পরিদর্শনকালে নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ এবং একই ফ্রিজে রক্তমাখা কাঁচা মাংস, রান্না করা খাবার, দুধের স্বর ও মিষ্টি রাখা অবস্থায় পাওয়া যায়।
জব্দকৃত মালামাল:
গরুর পায়া (কাঁচা) : ২ কেজি ৮০০ গ্রাম
গরুর মাংস (কাঁচা) : ৩ কেজি
মুরগির গিলা-কলিজা : ৮০০ গ্রাম (রক্তসহ)
➡ এসব কাঁচা মাংস স্থানীয় একটি এতিমখানায় বিলি করা হয়।
মিষ্টি : ৪৯ কেজি
দুধের স্বর : উল্লেখযোগ্য পরিমাণ
➡ এগুলো স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় মাছের খাবার হিসেবে ধ্বংস করা হয়।
ভোক্তার স্বার্থ উপেক্ষা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করায় উক্ত রেস্টুরেন্টের দুই কর্মীকে ১,৫০,০০০ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়া, ৫টি মুদি দোকান পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ১টি দোকান চাল বিক্রিতে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বমোট ৭টি মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, গুণবতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments